
যায়যায়কাল ডেস্ক: দক্ষিণ কোরিয়ার একটি বিমানবন্দরে ১৮১ জন আরোহী নিয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১২০ জনে পৌঁছেছে।
বার্তা সংস্থা ইয়নহাপের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, রোববার ভোরে উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের একটি দেয়ালে ধাক্কা খায়।
এএফপি স্থানীয় ফায়ার সার্ভিসের বরাত দিয়ে জানিয়েছে, নিহতের সংখ্যা বেড়ে ১২০ হয়েছে।
১৭৫ জন যাত্রী ও ছয়জন ফ্লাইট অ্যাটেনডেন্ট নিয়ে জেজু এয়ারের বিমানটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান চলছে।
বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, জরুরি সেবা বিভাগ বিমানটির লেজের অংশ থেকে লোকজনকে উদ্ধারের চেষ্টা করছে।
যাত্রীদের মধ্যে ১৭৩ জন দক্ষিণ কোরিয়ার ও দুজন থাইল্যান্ডের নাগরিক ছিলেন বলে জানিয়েছে ইয়নহাপ।
বিধ্বস্তের কারণ এখনো জানা না গেলেও স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমানের সিস্টেমে পাখি আটকে যাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।