শনিবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

দিনাজপুরে কৃষক লীগের ২ নেতা গ্রেপ্তার

খাঁন মো. আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমাবেশে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও বোমা হামলার অভিযোগে করা মামলায় কৃষক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে ১০ টার দিকে বুলাকীপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন- উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কৃষক লীগের সভাপতি জিয়াউর ইসলাম (৩৮) ও সাধারণ সম্পাদক জাইদুল ইসলাম (৪০)। ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত বছরের ৪ আগস্ট বিকেলে ঘোড়াঘাট পৌর শহরের বাসস্ট্যান্ডে চারমাথা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা হয়। ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ২৪ আগস্ট ঘোড়াঘাট পৌর ছাত্রদলের সদস্য শহীদ শেখ বাদী হয়ে ঘোড়াঘাট থানায় এ মামলা করেন। এতে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৭০-৮০ জনকে আসামি করা। এ মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, আইনিপ্রক্রিয়া শেষে আসামিদের আদালতের মাধ্যমে সোপর্দ করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ