শুক্রবার, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

দিনাজপুরে শ্যালিকা হত্যায় দুলাভাইকে মৃত্যুদণ্ড

খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর : দিনাজপুরের পার্বতীপুরে শ্যালিকা হত্যায় দুলাভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার সকালে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতের বিচারক সাদিয়া সুলতানা এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন, কুমিল্লা সদর উপজেলার শিশপুর এলাকার আবুল বাসারের ছেলে আব্দুল্লাহ শুভ (২৬)।

আদালত সূত্র জানায়, আব্দুল্লাহ শুভর সঙ্গে পার্বতীপুর উপজেলায় ফাতেমা সানিয়ার বিয়ে হয়। বিয়ের পর পারিবারিক কলহের জেরে শুভর সঙ্গে তার স্ত্রী ফাতেমা সানিয়ার তালাক হয়ে যায়। তালাকের পরও ২০১৮ সালে ২৯ জানুয়ারি পার্বতীপুর উপজেলায় ফাতেমা সানিয়ার বাসায় যান শুভ। সেখানে ফাতেমা সানিয়ার সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায় শুভ তার সাবেক স্ত্রী ফাতেমা সানিয়াকে ছুরি দিয়ে আঘাত করেন। এ সময় বোন মর্জিনা আক্তার ঠেকাতে গেলে মর্জিনাকেও কুপিয়ে গুরুতর আহত করেন শুভ। আহত অবস্থায় ফাতেমা ও মর্জিনাকে পার্বতীপুর উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক মর্জিনাকে মৃত ঘোষণা করেন। এসময় স্থানীয়রা শুভকে আটক করে পুলিশে দেন।

এ ব্যাপারে সাবেক স্ত্রী ফাতেমা সানিয়া বাদী হয়ে পার্বতীপুর থানায় মামলা করেন। মামলায় সাক্ষ্যপ্রমাণ শেষে বিচারক এ রায় দেন। মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন এপিপি রনজিৎ বাবু ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট খলিলুর রহমান। বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক এ কে এম লিয়াকত আলী জানান, আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *