
পাবেল হাসান, সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের রণভূমি গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ১৮ জনসহ আহত হয়েছেন অন্তত ২৫ জন।
রবিবার সকালে গ্রামের সাবেক ইউ/পি চেয়ারম্যান লুৎফর রহমান চৌধুরী ও সাবেক ইউপি সদস্য, আব্দুস সালামের লোক এবং একই গ্রামের আশিক মিয়া ও মুক্তিযোদ্ধা শফিক চৌধুরীর লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আশিক মিয়ার পক্ষের অন্তত ১৮ জন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের ১৯ জন আহত হয়।
গুলিবিদ্ধ আহতরা হলেন, রুবেল চৌধুরী (৪০) মুন্না মিয়া(১৫) বিজয় ইসলাম(১৪) আমিরুল ইসলাম (২৪) মোজ্জাকির (৪২) তুফায়েল মিয়া(৩৮) মরম মিয়া(৬০) ছাতির মিয়া (৬৫) মাসুম আহমেদ(২০) জাহিদ আলম(২৬) জয় ইসলাম (২০) শাকিবুল (১২) পাবেল মিয়া (৪২) শাহরুখ খান(২১) মোঃমোজাহিদ (২৩) শাহ-আলম মিয়া(৭০) টিপু মিয়া (২৬) ও আব্দুস সাত্তার(৫০) সহ এই ১৮ জনকে দিরাই হাসপাতালের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এম.এ. জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। দিরাই হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার পিন্টু দাস জানান, গুলির আলামত পাওয়া গেছে।
খবর পেয়ে দিরাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রামবাসির সুত্রে জানাগেছে, রণভূমি গ্রামের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান চৌধুরী, আব্দুস সালাম ও আশিক মিয়ার মধ্যে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ ছিল।
আশিক মিয়ার ভাই যুক্তরাজ্য প্রবাসী রাসিকুল ইসলাম গ্রামের পাশে জায়গা ক্রয় করে স্কুল নির্মাণের উদ্যোগ নেন এতে বাঁধা দেন লুৎফর রহমান ও সালাম মিয়ার লোকজন। এনিয়ে গত দুই দিন আগে আশিক মিয়ার ভাই মনসুর মিয়াকে লুৎফুর রহমানের লোকজন দিরাই বাজারে হামলা করে। এর জের ধরে রোববার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুর রাজ্জাক বলেন অবৈধ অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে, সংঘর্ষের পর পুরো গ্রাম পুরুষশূন্য আছে। গ্রামে পুলিশ মোতায়েন আছে, পুলিশ অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে।