মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

দীর্ঘ সাড়ে ৩ বছর পর খুলল কালকিনি থানার প্রধান ফটক

রকিবুজ্জামান, মাদারীপুর: দীর্ঘ প্রায় তিন বছর সাত মাস পর খুলে দেয়া হলো মাদারীপুরের কালকিনি থানার প্রধান ফটক।সোমবার সকালে থানায় প্রবেশের মূল গেইট খুলে দেয়া হয়।

জানা যায়, গত ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে কালকিনি পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার জেরে কালকিনি থানা ঘেরাও করে একজন মেয়র প্রার্থীর সমর্থকরা। সেই থেকে বন্ধ ছিল কালকিনি থানায় প্রবেশের প্রধান ফটক। এরপর দীর্ঘদিন থানার জনবল সংকটসহ নানা অজুহাতে আর খোলা হয়নি মূল গেইটটি। এতদিন থানায় প্রবেশের জন্য শুধুমাত্র পূর্বপাশের একটি পকেট গেইট খোলা ছিল। তবে বর্তমানে কালকিনি থানায় নতুন ওসি যোগদানের পর খুলে দেয়া হয় থানায় প্রবেশের প্রধান ফটক।এতে খুশি থানায় সেবা নিতে আসা সাধারন জনগণসহ এলাকাবাসী।

কালকিনি থানায় সেবা নিতে আসা শাকিল নামে এক যুবক বলেন, ‘এতোদিন থানায় সেবা নিতে পাশের একটি পকেট গেইট দিয়ে আসতে হতো।বাইরে থেকে দেখলে মনে হতো থানা বন্ধ আছে।এখন মূল গেইট খুলে দেয়ায় থানার সৌন্দর্য্যও বৃদ্ধি পেয়েছে।মানুষ এখন সহজেই তাদের সমস্যা নিয়ে থানায় আসতে পারবে।’

এ বিষয়ে কালকিনি থানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, ‘থানা হচ্ছে সেবা প্রত্যাশী জনগনের আশ্রয়স্থল।আমি কালকিনি থানায় যোগদান করে থানার মূল গেইট বন্ধ দেখতে পাই। এ বিষয়ে তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দ্রুত গেটটি খুলে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করি। থানায় যাতে কোনো প্রকার ভোগান্তি ছাড়া জনগণ নির্দ্বিধায় তাদের সমস্যা ও অভিযোগ জানাতে প্রবেশ করতে পারে তাই প্রধান ফটক খুলে দিয়েছি।বর্তমানে পুলিশ জনগণের সেবায় সদা প্রস্তুত রয়েছে। পুলিশের উপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে আমরা পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছি।’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ