বৃহস্পতিবার, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

দুর্গাপূজার নিরাপত্তায় সবাইকে সজাগ থাকতে হবে: কালকিনির ইউএনও

আজাদ হোসেন, কালকিনি (মাদারীপুর): মাদারীপুরের কালকিনিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক এবং পৌর প্রশাসক(অতিরিক্ত দায়িত্ব) উত্তম কুমার দাশ এর সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মাহবুবা ইসলাম, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ূন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা কামাল,পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম পংকজ সিকদার, উপজেলা ফায়ার সার্ভিস কমান্ডার খোকন জমাদার, উপজেলা আনসার কমান্ডার জাহিদুল হকসহ উপজেলার সকল পূজামণ্ডপের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় পূজামণ্ডপগুলোর প্রতিনিধিরা বর্তমান পরিস্থিতিতে কোনো প্রকার গুজবে কান না দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকলের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানান।

এসময় আসন্ন দুর্গাপূজা সুন্দরভাবে সম্পন্ন করতে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা তাদের কর্মপরিকল্পনা তুলে ধরার পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, দেশটা আমাদের সকল সম্প্রদায়ের। তাই দেশকে ভালো রাখার দায়িত্বটাও আমাদের সবার। আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। সবাই মিলে আনন্দের সাথে যাতে দুর্গাপূজার উৎসবটি সম্পন্ন করতে পারি, সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

এছাড়া হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করতে প্রশাসনের পক্ষ হতে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

এবার কালকিনি উপজেলায় মোট ২২টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে ৫টি অতি গুরুত্বপূর্ণ এবং ১০টি পূজামণ্ডপেকে গুরুত্বপূর্ণ বিবচনায় রেখে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *