
খাইরুল হাসান, নবীনগর: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ০৯নং দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কেন্দ্রীয় ঈদগাহ মাঠে যাওয়ার রাস্তাটি দীর্ঘ কয়েক মাস ধরে পানিতে তলিয়ে আছে। প্রতি বর্ষা মৌসুমেই রাস্তাটি পানিতে ডুবে যাওয়ায় এলাকাবাসীর ভোগান্তি চরম আকার ধারণ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতপুর চেয়ারম্যান মার্কেটের পাশে নুরু মিয়ার বাড়ির পাশ দিয়ে বিদ্যালয়ের দিকে যাওয়া এ রাস্তাটিতে আগে ইটের সলিং করা হলেও বর্তমানে তা ভেঙে গিয়ে সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ক্ষুদে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে যেমন ভোগান্তি হচ্ছে, তেমনি স্থানীয় বাসিন্দারা চকবাজার ও আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে মারাত্মক সমস্যায় পড়ছেন।
দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী লামিয়া আক্তার জানায়, “প্রতিদিন স্কুলে যেতে আমাদের হাঁটু পানির মধ্যে দিয়ে যেতে হয়। জামাকাপড় ভিজে যায়, বই-খাতা নষ্ট হয়ে যায়। অনেক সময় ভয়ে স্কুলেই যেতে পারি না।”
একই এলাকার সচেতন নাগরিক মোঃ নাসির উদ্দীন বলেন, “আমাদের এই রাস্তায় সমস্যা অনেক পুরোনো। বর্ষা আসলেই আমরা যেন পানিবন্দি হয়ে পড়ি। বাজারে যাওয়া বা নামাজ পড়তে ঈদগাহে যাওয়া দুঃসহ হয়ে দাঁড়ায়। বছরের পর বছর ধরে এ সমস্যা হলেও স্থায়ী সমাধান হয়নি।”
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যার সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই তারা দ্রুত রাস্তাটি সংস্কার করে চলাচল উপযোগী করার জন্য সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।