মঙ্গলবার, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রিয়াজউদ্দিন বাজারে বিশেষ টাস্কফোর্সের অভিযান

অলিউল্লাহ খান, স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে বাজার মনিটরিং এ গঠিত বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা শহরের রিয়াজুদ্দিন বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রোববার অভিযান পরিচালনা করে।

এ সময় বাজারে কাঁচা শাকসবজি, আলু, পেয়াজের খুচরা দোকান ও পাইকারী আড়তে অভিযান চালানো হয়। সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি পণ্যের ক্রয় ও বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ ও সরবরাহ, মূল্য তালিকা দৃশ্যমান রাখা, ফড়িয়া/ মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রনে ট্রেড লাইসেন্স ব্যতীত পণ্য সরবরাহ/বিক্রি না করার নির্দেশ দেয়া হয়েছে এবং প্রয়োজনে দোকান সিলগালা করাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে বিশেষভাবে সতর্ক করা হয়। তদারকিকালে বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ কর্তৃক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এ সময় বাজারে অবস্থিত কোল্ড স্টোরেজ পরিদর্শন করা হয় এবং অবৈধভাবে দীর্ঘ সময় পণ্য মজুদ না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযানকালে মূল্য তালিকা না থাকায় ১ জন ব্যবসায়ীকে সতর্কতামূলকভাবে ১০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন ও মো: মঈনুল হাসান।

উপস্থিত ছিলেন বিশেষ টাস্কফোর্সের সদস্য সচিব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার, মৎস্য অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর, ক্যাব ও শিক্ষার্থী প্রতিনিধিবৃন্দ।

মনিটরিং শেষে বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করা হয় এবং নির্দেশনাসমূহ বাস্তবায়নে নিবিড়ভাবে মনিটরিং এর জন্য ব্যবসায়ী সমিতিগুলোকে পরামর্শ প্রদান করা হয়। জনস্বার্থে বিশেষ টাস্কফোর্সের এ অভিযান চলমান থাকবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *