ইউসুফ আলী: বগুড়া ধুনট সদর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী কৃষক সমাবেশের অংশ হিসেবে রবিবার উপজেলার সদর ইউনিয়নে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় ।
সভাপতিত্ব করেন সদর ইউনিয়নের কৃষকদলের সভাপতি মোঃ ইউসুফ আলী সুফল এবং সঞ্চালনায় সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা কৃষকদলের আহবায়ক ও বগুড়া জেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক ইঞ্জিঃ সাইফুল ইসলাম রনি, আরো বক্তব্য রাখেন, বগুড়া জেলা কৃষক দলের দপ্তর সম্পাদক সামিউল আলম সামি, কৃষকনেতা মাহফুজ রহমান, কৃষকনেতা রিপন আকন্দ, ধুনট উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ শামীম আহমেদ, সদস্য সচিব শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য প্রদানে জনাব রনি বলেন, বিএনপি আগামীতে সরকার গঠন করতে পারলে কৃষির উন্নয়ন ও আধুনিকায়নের জন্য উন্নত কৃষি প্রযুক্তি যন্ত্রপাতি প্রদান করা হবে। বিদ্যুৎকে উন্নয়ন ও সভ্যতার নিয়ামক মনে করে জিয়াউর রহমান ১৯৭৭ সালে অক্টোবর মাসে পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিষ্ঠা করে।২০০১ সালে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শাসনামলে তার একান্ত আগ্রহে মসলা জাতীয় ফসল এবং ফলমূলের উৎপাদন বাড়ানোর জন্য মাত্র ৪% সুদে ঋণ প্রদান ব্যবস্থা করেন। আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে কৃষকদের জন্য সমবায় ভিত্তিক পদ্ধতি চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। এবং বিনা অথবা স্বল্প সুদে কৃষি ঋণ কৃষকদের মাঝে কিভাবে বিতরণ নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হবে।