মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

নওগাঁয় ডিএমএফ ডাক্তারদের এক ঘন্টার কর্ম বিরতি 

তৌফিক তাপস, নওগাঁ: বাংলাদেশ ডিপ্লোমা অ্যাসোসিয়েশন এর নির্দেশনায় সারাদেশের ন্যায় নওগাঁর মান্দার ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারগণ এক ঘন্টার কর্মবিরতি পালন করেছে।
মঙ্গলবার সকালে মন্দা ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই এক ঘন্টার কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন ডি এম এফ ডাক্তারগন।
এই এক ঘন্টার কর্ম বিরতিতে নেতৃত্ব দেন ডাক্তার মাহবুবুজ্জামান। আন্দোলনরত ডাক্তারদের মধ্যে বক্তব্য রাখেন ডাক্তার নাসিমুজ্জামান চৌধুরী। তিনি বলেন, আমরা গত ৯ ফেব্রুয়ারি ম্যাটস শিক্ষার্থীদের উপরে পুলিশি হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করছি। তিনি আরও বলেন, ডি এম এফ ডাক্তারগন এবং ম্যাটস শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চার দফার দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচি পালন করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় গত ৯ ফেব্রুয়ারি চার দফা দাবি আদায় এবং মন্ত্রণালয় কর্তৃক চার দফা দাবি বাস্তবায়নের জন্য কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচিতে পুলিশি হামলায় আহত হন বেশ কিছু ম্যাটস শিক্ষার্থী। তারা এ হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং অতি দ্রুত চার দফা বাস্তবায়নের জন্য আহ্বান জানান।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ