
আল ফাহাদ ইসলাম, নওগাঁ জেলা সংবাদদাতা: নওগাঁয় সড়কে গাছ ফেলে বিভিন্ন পরিবহনে ডাকাতির সঙ্গে জড়িত আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৩ নভেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ লুণ্ঠিত মালামাল জব্দ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, রোববার (৩০ অক্টোবর) রাতে জেলার মহাদেবপুর উপজেলার সুলতানপুর নামক স্থানে পাকা রাস্তার ওপর ৮-১০ জন ডাকাত সদস্য গাছ কেটে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে। তারা ওই রাস্তায় যাওয়া মাইক্রোবাস ও পিকআপ আটকিয়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ভুক্তভোগীদের ৮-১০টি মোবাইল ফোন এবং নগদ ২৮ হাজার টাকা লুট করে নেয়। এ সময় তাদের মারপিটও করা হয়।
ঘটনার পরে মহাদেবপুর থানার দুলালপাড়া গ্রামের আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ মাঠে নেমে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করে।
পুলিশ সুপার রাশিদুল হক বলেন, গ্ৰেপ্তারের সময় ডাকাতির কাজে ব্যবহৃত বেশ কিছু দেশীয় অস্ত্র এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় জড়িতদের অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান ও জয়ব্রত পাল, মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেনসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও জেলার প্রিন্ট-ইলেকট্রিক মিডিয়ার সংবাদকরা উপস্থিত ছিলেন।