
খাঁন মো. আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (সাঃ)–কে নিয়ে কটূক্তি করার অভিযোগে শুভজিৎ রায় নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জনগণের দাবির প্রেক্ষিতে মঙ্গলবার সকাল বেলা বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান জাহিদ সরকারের নেতৃত্বে বীরগঞ্জ থানার সামনে বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
প্রযুক্তি এবং গোয়েন্দা সোর্স ব্যবহারের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতার করতে সক্ষম হন তদন্তকারী দল। এ ঘটনায় বোচাগঞ্জ থানার ওসি মোঃ হাসান জাহিদ সরকারের প্রশংসা করছেন সর্বস্তরের জনগণ।
এ বিষয়ে এলাকাবাসী জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার চেষ্টা বরদাস্ত করা হবে না, এবং পুলিশের এই দ্রুত পদক্ষেপে তারা সন্তুষ্ট।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।