মঙ্গলবার, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নবীনগর রসুলপুরে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন

খাইরুল হাসান, নবীনগর: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রসুলপুরে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের দাবিতে বৃহস্পতিবার উপজেলা প্রেসক্লাব চত্বরে তীব্র মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
‘ঐক্যবদ্ধ নবীনগর’-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, জরুরি চিকিৎসার জন্য নবীনগরবাসীকে এখনও জেলা সদর বা রাজধানী ঢাকায় যেতে হয়। এতে সময় ও অর্থের ব্যাপক ক্ষতি হচ্ছে, এবং অনেকে পথেই প্রাণ হারাচ্ছেন। তারা আরও বলেন, রসুলপুরে পর্যাপ্ত সরকারি খাসজমি থাকায় সেখানে মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন হলে স্বাস্থ্যসেবার মান উন্নতি হবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হবে।

উল্লেখ্য, সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমকে এ বিষয়ে একটি ডিও লেটার প্রদান করেছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ