
মমিনুল হক রুবেল, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা শিবপুর ইউনিয়ন মিরপুর উত্তর পাড়া অগ্নিকান্ডে প্রায় ৭ লাখ টাকার মালামাল সহ বসতঘর পুড়ে ছাই হয়েছে।মঙ্গলবার দিবাগত রাত ১১ ঘটিকায় মো. তাজুল ইসলাম মিয়ার বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা বলেন,মঙ্গলবার দিবাগত রাত ১১ ঘটিকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।আমরা সবাই তখন নামাজে ছিলাম,বাড়ির সবার চিৎকার শুনে আসি।এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলতেছে।পরে আমরা আগুন নিবানোর চেষ্টা করি,প্রায় দুই ঘন্টা চেষ্টা করে এলাকাবাসি আগুন নিয়ন্ত্রনে আনে। এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নেভানো হলেও ক্ষয়-ক্ষতি থেকে রক্ষা করা যায়নি।নগদ অর্থ স্বর্ণলংকার,তিন টি গুরু ও দুটি ছাগল সহ প্রায় ৭ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।
মো. মিজান মিয়া বলেন,এক বছর পূর্বে ২ লাখ টাকা দিয়ে ঘর নির্মাণ করেছি।কিস্তি থেকে টাকা তুলে দুটি গরু ক্রয় করেছি।রাতে আগুন লেগে নগদ অর্থ,স্বর্ণলংকার ও তিনটি গরু,দুইটি ছাগল সহ আমার প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্ত্রী রফিয়া বেগম বলেন,আমি পাশের ঘরে নামাজ পড়তে ছিলাম।হঠাৎ একটি শব্দ শুনতে পাই, বের হয়ে দেখি আমার ঘরে আগুন লেগেছে।আমি চিৎকার করতে দেখে গ্রামের লোকজন আগুন নিভানোর জন্য আসে।আগুন নিভানো হলেও আমার ঘরে আর কিছুই নেই সবই আগুনে পুড়ে ছাই হয়ে গেল।আমাদের পরনের কাপড় ছাড়া আর কিছুই রইল না।