
শাহীন রাজা টিটু, নবীনগর: ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে ।মঙ্গলবার উপজেলার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফ্রিজ ও টিভি কাপ এ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
নবীনগর উপজেলা কৃষকদলের আহবায়ক হাজী মো. জহিরুল হকের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক কে.এম মামুনুর রশীদ। বশির আহাম্মদ সবুজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়ীয়া জেলা বিএনপির আহবায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মান্নান।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই, আমাকে যদি বিএনপি থেকে মনোনয়ন দেয় ইন্সাআল্লাহ যুবকরা যেন সবসময় খেলাধুলায় মনোযোগী থাকতে পারে সেই ব্যবস্হা ও তাদের খেলাধুলার জায়গা করে দেওয়ার চেষ্টা করবো।
প্রধানপৃষ্ঠপোষক জাবেদুল ইসলাম জাবেদ ছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, দেলোয়ার হোসেন সোহেল, আব্দুল্লাহ আল মামুনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
উক্ত খেলায় নবীনগর গোলমাল ক্রিকেট একাদশ বনাম চিত্রি ক্রিকেট একাদশ দলের খেলোয়াড়রা অংশ গ্রহন করেন।