মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নবীনগরে আল্লাহকে নিয়ে কটুক্তি,পুরোহিতের ছেলে আটক

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে আল্লাহকে নিয়ে কটুক্তি করায় মন্দিরের পুরোহিতের ছেলে অভি চক্রবর্তী (১৭) নামে এক কিশোরকে আটক করেছে নবীনগর থানা পুলিশ।

সোমবার দুপুরে তাকে আটক করা হয়। অভি চক্রবর্তী সরাইল উপজেলার কালিগচ্চ গ্রামের মৃত খোকন চক্রবর্তীর ছেলে। প্রায় ১৫ বছর পূর্বে নাটঘর মন্দিরের পুরোহিতের দায়িত্ব পান খোকন চক্রবর্তী। তারপর থেকে তারা এখানে বসবাস করে আসছে।

জানা যায়, ২৬ সেপ্টেম্বর সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নামাজ নিয়ে স্ট্যাটাস দেয় একই গ্রামের মুসলিম পরিবারের সন্তান মোঃ তুষার। স্ট্যাটাসটি ছিল ‘তুমি নামাজ পড়া শুরু কর, নামাজ তোমাকে বদলাতে শুরু করবে ইনশাআল্লাহ্। তার এই পোস্টের কমেন্টসে নামাজ ও আল্লাহকে নিয়ে কটুক্তি করে অভি চক্রবর্তী।

বিষয়টি স্পর্শকাতর হওয়ায় গ্রামের আলেম সমাজ দ্রুত নবীনগর থানা পুলিশকে অবগত করেন। নবীনগর সার্কেলে দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলামের দিক-নির্দেশনায় ও তিনি নিজে উপস্থিত থেকে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন আনোয়ারসহ শিবপুর পুলিশ ফাঁড়িতে থাকা এসআই বাছিরকে সাথে নিয়ে তাকে গ্রেফতার করে নবীনগর থানায় নিয়ে আসেন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোল্লা মোহাম্মদ শাহীন জানান- সামাজিক যোগাযোগ মাধ্যমে আল্লাহ’কে নিয়ে কটুক্তি করায় অভি চক্রবর্তী নামক এক কিশোরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি বলেন- তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।

যায়যায়কাল/২৬সেপ্টে/ও,দীপু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ