
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: জামায়াত ইসলামী নবীনগর উপজেলা শাখার উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহযোগিতা প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার নবীনগর মহিলা ডিগ্রী কলেজ অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবীনগর পৌর জামায়াতের আমির মোখলেসুর রহমানের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক আমির হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য কাজী দীন মোহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সূরা সদস্য ও আমির মোহাম্মদ গোলাম ফারুক।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের সেক্রেটারি মোবারক হোসেন আকন্দ, নায়েবে আমির কাজী ইয়াকুব আলী। এছাড়াও অনুষ্ঠানে জেলা উপজেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী বক্তব্য রাখেন।
বক্তারা শহীদ পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন। তারা মোনাজাতে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ তানভীর, তানজিল মাহমুদ, মো. কামরুল ইসলাম ও মোহাম্মদ রফিকুল ইসলামের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় শেষে প্রতিটি পরিবারকে জামায়াতের পক্ষ থেকে নগদ দুই লাখ টাকা করে অনুদান প্রদান করা হয়।