শনিবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

নবীনগরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

এম নুরুল আলম সরকার, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রবাসী পারভেজ সবুজের স্ত্রী হাফছা আক্তার (২৩) এর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সন্ধায় উপজেলার কাইতলা দক্ষিণ ইউনিয়নের গোয়ালী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হাফছা আক্তার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বরিশল গ্রামের মোঃ মোখলেছ মিয়ার মেয়ে।

নিহতের পিতা মোখলেছ মিয়া বলেন, প্রায় ৩ বছর পূর্বে নবীনগর উপজেলার গোয়ালী গ্রামের আব্দুছ সালাম মিয়ার ছেলে প্রবাসী সবুজ এর সঙ্গে হাফছা আক্তারের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর তার স্বামী সবুজ প্রবাসে চলে যাই। তখন থেকেই টাকা পয়সা নিয়ে আমার মেয়েকে তার শ্বশুর শ্বাশুড়ি ও ননদ মিলে নির্যাতন করতো। বিষয় টি ওয়ার্ড মেম্বার বাছির মিয়াকে অবগত করেও কোন সমাধান হয়নি৷ মঙ্গলবার তারাবি নামাজের সময় বাছির মেম্বার আমাকে ফোন করে বলে আমার মেয়ে নাকি কেড়ির বড়ি খেয়েছে, এই খবর পেয়ে আমি গিয়ে আমার মেয়েকে মৃত অবস্থায় পাই। তিনি আরও বলেন, আমার মেয়ে আত্মহত্যা করেনি, তাকে তার শ্বশুর, শ্বাশুড়ি ও ননদ মিলে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। সঠিক তদন্তের মাধ্যমে আমি এর বিচার চাই।

কাইতলা দক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য বাছির মেম্বার বলেন, মঙ্গলবার ইফতারের পূর্বে সবুজ আমাকে ফোন করে বলে তার স্ত্রী তার সাথে ফোনে ঝগড়া করে নাকি বিষ খেয়েছে। আমি দ্রুত তাদের বাড়িতে গিয়ে তার স্ত্রীর সাথে কথা বলি, হাফছা আমাকে বলে তিনটি কেড়ির বড়ি খেয়েছে। পরে আমি চিকিৎসার জন্য দ্রুত সিএনজি করে তাকে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে পাঠায়, যাওয়ার পথে সে মারা যায়।

নবীনগর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক জানান,আজ বুধবার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *