মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নবীনগরে বর্ণিল আয়োজনে স্বজনদের যুগান্তর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মমিনুল হক রুবেল, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্বজন সমাবেশের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা ৫ ফেব্রুয়ারি রবিবারে গণপাঠাগারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অবঃ সিভিল সার্জন ডাঃ মোঃ সাদেক মিয়া।

সাপ্তাহিক নবীনগরের সম্পাদক আব্বাস উদ্দিন হেলালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল সিদ্দিক। নবীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার।

স্বজন সমাবেশের প্রধান উপদেষ্টা আবু কামাল খন্দকার, অবসরপ্রাপ্ত শিক্ষক একে এম ফজলুল হক, নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বিদয়ালয়ের সিনিয়র শিক্ষক আমেনা খাতুন, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুব আলম লিটন, নবীনগর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম ভূঁইয়া মিনহাজ, নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেলোয়ার হোসেন চৌধুরী, শিক্ষক আশরাফুল হক, সাংবাদিক মোঃ আবু কাউছার, যুগান্তর প্রতিনিধি মোঃ সাফিউল আলম, সংগীতশিল্পী মাধব ঘোষ, সংগীতশিল্পী এস কে হেলাল, আবৃত্তিকার শুভেন্দু চক্রবর্তী শুভ, দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন, ইমতিয়াজ হাসান দ্বীপ প্রমুখ।

সভায় যুগান্তরকে নিয়ে স্বরচিত কবিতা, প্রবন্ধ পাঠ ও সংগীতে অংশ গ্রহণ করেন, শেখ হুমায়ুন, আনোয়ারা বেগম, আলেয়া বেগম, সাবিনা সুলতানা রহিমা, রামিছা, মায়িশা, সামিরা, রামিসা হক, সৃজা চক্রবর্তী, শবনম, তাসনিম, হাবিবা, নাঈমা, মুশফিকা, হালিমা, দেবলীনা, অরণী, মিলি, সামিয়া, রাবেয়া হাসান হেলাল উদ্দিন প্রমুখ।

মহান একুশে ফেব্রুয়ারির গান পরিবেশনের মাধ্যমে সভার কাজ শুরু হয়। এছাড়া যুগান্তর প্রতিষ্ঠাতা মরহুম নুরুল ইসলাম স্বরণে সভায় এক মিনিট নিরবতা পালন করা হয়। সভার প্রারম্ভে যুগান্তরের দুই যুগে পদার্পণ উপলক্ষে ব্যানার সহ একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নবীনগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ