মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নবীনগরের লাঠি খেলায় হাজারো জনতার ঢল

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ঢাক ঢোল বাজিয়ে, গানের তালে তালে লাঠির কসরত যেন একটা শৈল্পিক কৌশল। প্রতি মুহূর্তে প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও পাল্টা আঘাত করতে ঝাঁপিয়ে পড়ার এক অভিনব কৌশল উপভোগ করতে হাজার হাজার জনতার ভিড় করে।

আবহমান বাংলার ঐতিহ্যবাহী এই আয়োজনকে ঘিরে নবীনগর উপজেলার পৌর এলাকায় যেন মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাসে আর উৎসবে মেতে ওঠেন আসেপাশের এলাকা থেকেও শতশত দর্শনার্থীরাও। যুবসমাজের মূল্যবোধের অবক্ষয় রোধে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলার এই আয়োজনের প্রচলন চলেছে আসছে সেই যুগের পর যুগ ধরে।

কালের পরিক্রমায় কিছুটা ঝিমিয়ে পড়া এই ঐতিহাসিক খেলাকে পুনর্জাগরণ ঘটাতে ২৬ জানুয়ারি শুক্রবার বিকালে নবীনগর মনতলা ব্রীজের পাশে অনলাইন ভিত্তিক নবীনগর লাইভ টিভির এক বছর পূর্তি উপলক্ষে এই গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠি খেলার আয়োজন করা হয়। একঝাঁক অভিজ্ঞ লাঠিয়ালদের দীর্ঘ সময় ধরে নান্দনিক লাঠি খেলা উপভোগ করেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ,এক পর্যায়ে সেখানে জনতার ঢল নামে।

অনুষ্ঠানটিতে নবীনগর পৌর বিএনপির সাবেক সভাপতি সাবেক কাউন্সিলর আবু সাঈদের সভাপতিত্বে জাকির সর্দার ও সোহেল খানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীনগরের সাবেক এমপি কাজী আনোয়ার হোসেন এর ছেলে,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) থেকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী বিগত ২০১৮ সালের জাতীয় নির্বাচনের বিএনপির মনোনীত প্রার্থী নাজমুল হোসেন তাপস।

বিশিষ্ট ব্যবসায়ী জালাল উদ্দিন এর উদ্বোধনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর আজ্জম,রিয়াদস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক বকুল হোসাইন,নবীনগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মকুল,নবীনগর পৌর যুবদলের আহবায়ক আলী আজম,ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সহ সভাপতি ইকবাল হোসেন রাজু,নবীনগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাজু খান,নবীনগর পৌর জিয়া মঞ্চের আহবায়ক সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন,নবীনগর উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব রুবেল আকরাম,নবীনগর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আপেল মাহমুদ,নবীনগর পৌর জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক সোহেল রানা প্রমুখ। এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ