মো. রাশেদুল ইসলাম, কচাকাটা (কুড়িগ্রাম): কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৪ বোতল ফেন্সিডিল সহ ২ জনকে আটক করেছে নাগেশ্বরী থানা পুলিশ।
বুধবার বিকেল বেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ২ মাদক কারবারিকে আটক করে।
অভিযানের সময় নাগেশ্বরী থানার এসআই অপূর্ব বর্মন অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন।
অভিযানে নাগেশ্বরী থানাধীন ১নং রামখানা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আস্কর নগর গ্রামস্থ জনৈক সাইফুর রহমানের বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর হতে ১৪ (চৌদ্দ ) বোতল ফেন্সিডিল সহ মাদক কারবারি চান মিয়ার ছেলে মো. এনামুল হক (৩৬), ও শাহাদ আলীর ছেলে মো. আব্দুস সালাম (৩৫)-কে আটক করা হয়েছে।
উভয়ের বাড়ি কুড়িগ্রাম সদর ১নং ওয়ার্ড এর টেনারী পাড়া। উক্ত বিষয়ে থানায় একটি মাদক মামলা করা হয়েছে।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।