
মো. মনজুরুল ইসলাম, নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে আখ চাষীদের সাথে মত বিনিময় সভা করেছে সুগার মিল কর্তৃপক্ষ। আজ সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে নর্থ বেঙ্গল সুগার মিলের প্রশিক্ষণ কেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল আজম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য করপোরেশনের চেয়ারম্যান আরিফুর রহমান অপু।এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,মিলের মহাব্যবস্থাপক কৃষি আমিনুল ইসলাম,শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি খন্দকার শহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক আব্দুল মমিন, আখচাষী নেতা অধ্যক্ষ ইব্রাহিম খলিল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ চিনি ও খাদ্য করপোরেশনের চেয়ারম্যান আরিফুর রহমান অপু বলেন,চলতি রোপণ মৌসুমে আইএপি লক্ষ্য মাত্রা অনুযায়ী আখ রোপণ অর্জন ও মিলের চিনি উৎপাদনের হার বৃদ্ধির লক্ষ্যে পরিস্কার-পরিচ্ছন্ন আখ সরবরাহের জন্য আখ চাষীদের আহবান জানান।
যায়যায়কাল/০৫সেপ্টেম্বর২০২২/কেএম