
ভবদিশ চন্দ্র, জলঢাকা, (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী-০৩ আসনে আট প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ প্রতীক বরাদ্দ দেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়,জাতীয় পাটির রানা মোহাম্মদ সোহেল (লাঙ্গল),জাতীয় পাটির
বিদ্রোহী প্রার্থী ফারুক কাদের (কেটলি),আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সাদ্দাম হোসেন পাভেল (কাচি),স্বতন্ত্র প্রার্থী মার্জিয়া সুলতানা (ঈগল),স্বতন্ত্র প্রার্থী মোঃ সাঈদ শামীম (মোড়া),তৃণমূল বিএনপি থেকে মোঃ খলিলুর রহমান (আঁশ),বাংলাদেশ কল্যাণ পার্টির আহমদ বাদশা আলমগীর (হাতঘড়ি),স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হুকুম আলি খান (ট্রাক) প্রতীক পেয়েছেন।
এ আসনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত প্রার্থী অধ্যাপক আজিজুল ইসলাম।জাতীয় পাটির সঙ্গে জোটবদ্ধ হওয়ায় আসনটি ভাগাভাগির কারণে মনোনয়ন থেকে বাদ পড়েন গোলাম মোস্তফা।
ঘোষিত তফসিল অনুযায়ী, সোমবার (১৮ ডিসেম্বর) থেকে নির্বাচনী প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ৭ জানুয়ারি হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।












