
নুরুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন তিন বারের সফল উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদুৎ, পৌর মেয়র জননেতা গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, নবাগত ভাইস চেয়ারম্যান আবু ফরহাদ মন্ডল, দুই বারের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম ছাড়াও অনেকে।