
খান মো. আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুরে জামে মসজিদের পুকুর থেকে কালিম ওরফে কালু (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ।
শনিবার সকালে পার্বতীপুর শহরের সাহেবপাড়া বাবুপাড়া জামে মসজিদের পুকুর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে মহল্লাবাসি। এঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। নিহত কালু নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার নয়াটোলা ২ নম্বর ওয়ার্ডের ইসমাইল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সাইদ ও সুজন জানায়, সকালে ওই বয়স্ক লোক পুকুরে গোসল করতে নামে। কিন্তু গোসর করতে ওই ব্যক্তিকে আর পুকুরে দেখা যাচ্ছে না। পরে, পুকুরে নেমে খোঁজাখুঁজির পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তার এক পা নেই।
এব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফখরুল ইসলাম বলেন, তিনি ভবঘুরা একজন ভিক্ষুক। রেল স্টেশনে থাকে ওই পুকরে নিয়মিত গোসল করেন। পুকুরে গোসলে নেমে আর উঠতে পারেনি। প্রথমে তাকে অজ্ঞাত পরিচয় হিসেবে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। পরে, নিহত ছোট বোন পারভীন ও তার স্বামী আজগর আলী থানায় আসলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।