মিফতাহুল ইসলাম, পীরগঞ্জ(রংপুর): রংপুরের পীরগঞ্জে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিতরণে ঘটেছে তুলকালাম কাণ্ড। ঘটনাটি ঘটেছে উপজেলার ৭ নং বড় আলমপুর ইউনিয়নে। নতুন তালিকা করে নিজের পছেন্দের মানুষদের নাম দিয়েছেন সংশ্লিষ্টরা।
বুধবার সকালে টিসিবি ডিলারের পণ্য বিক্রি করা শুরু হলে । সেখানে পণ্য বিতরণে ১৯০৬ জন যারা বিগত দিনে নাম টিসিবি পণ্য কিনেছে। তাদের মধ্যে ৪০০ জনের নাম ডিলার তালিকা পরিবর্তন করায়, ডিলার কেন্দ্র বন্ধ করে দিয়েছে বঞ্চিত উপকারভোগী ক্রেতারা।
টিসিবির পণ্য বিক্রির অনিয়ম এর আগেও করেছে শোনা গেছে। তবে অন্তবর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এই অনিয়ম নতুন মাত্রা পেয়েছে। যাদের কাছে পণ্য বিক্রি করা হচ্ছে সেটাও জানা দরকার।
তবে ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিম বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না।
তবে ভুক্তগীদের অভিযোগে জানা গেছে, নৈপথ্য ইউপি চেয়ারম্যান কৌশলে তার মনোনীত লোকজনের নাম তালিকা করেছেন।
ভোক্তভোগী বাশঁপুকুরিয়া গ্রামের তৌহিদ জানায়, আমি দীর্ঘদিন টিসিবি পণ্য কিনলেও হঠাৎ আজ নাম নাই তালিকায়।
অপর ভোক্তভোগী ধর্মদাস পুরের আব্দুল মান্নান বলেন,আমার নাম অনলাইন হলেও তালিকায় দেখি নাম নাই।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম জানান, আমি বিষয়টি জেনেছি। তদন্ত করে দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।