বৃহস্পতিবার, ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

পীরগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে ৩ সাংবাদিক হামলার শিকার

পীরগঞ্জ, রংপুর প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি’র) নানা অনিয়ম ও দূর্নীতির তথ্য সংগ্রহ করতে গেলে হামলার শিকার হন তিন সাংবাদিক।

বুধবার বিকেলে টিটিসি’তে এ ঘটনা ঘটে। জানা গেছে, পীরগঞ্জ উপজেলার অভিযোগের প্রেক্ষিতে তিন সংবাদিক টিটিসিতে তথ্য সংগ্রহ করতে যায়। অধ্যক্ষকে না পেয়ে ফিরে আসার সময় দেখতে পায় প্রশিক্ষণের গাড়িটি ঠেলিয়ে গ্যারেজে তুলছে। এমন ভিডিও ধারণ করতে গেলে বাঁধা দেয় প্রতিষ্ঠানটির তিন অতিথি প্রশিক্ষক।

পরে তারা ওই তিন সংবাদকর্মীকে আটক রেখে তাদের মোবাইল ফোন কেড়ে নিয়ে সব ভিডিও ডিলেট করে দেয়। পরে মোটর ড্রাইভিং প্রশিক্ষক বাঁধন, আব্দুল মান্নান, শাহজাহান, গ্রাফিক্স ট্রেডের সোহাগের নেতৃত্বে ওই তিন সংবাদকর্মীদের উপর আতর্কিত হামলা চালায় প্রশিক্ষণার্থীরা। আহত তিন সংবাদকর্মীকে সহকর্মীরা উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

আহত ওই তিন সংবাদকর্মীরা হলেন দৈনিক দেশ রূপান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুর রহিম, দৈনিক গণকন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি রতন মিয়া, দৈনিক তৃতীয় মাত্রা ও একাত্তর টিভির উপজেলা প্রতিনিধি আশিকুর রহমান। সংবাদকর্মীদের উপরে হামলার ঘটনায় পীরগঞ্জ প্রেসক্লাবসহ গণমাধ্যমকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

এ ব্যাপারে পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ মহিবুল ইসলাম জানান, আমি অফিসিয়াল কাজে ঢাকায় অবস্থান করছি, ফিরে গিয়ে ব্যাবস্থা গ্রহন করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *