মফিজুর রহমান পেকুয়া (কক্সবাজার): পেকুয়া স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট প্রথম রাউন্ডের ৪র্থ খেলা শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এতে দুই শক্তিশালী দল বারবাকিয়া ওসমান একাদশ মুখোমুখি হয়েছে পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাবের । দর্শক করতালির মধ্য দিয়ে ৩টা ৪৫ মিনিটে খেলা শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণে চলতে থাকলেও ২০ মিনিটের র মাথায় ওসমান একাদশে জাফর ইকবালের বানিয়ে দেয়া বলটি বিদেশী খেলোয়াড় আনামের করা গোল অফসাইডের ফাঁদে আটকে যায়।
২ মিনিটের মাথায় জাফর ইকবাল গোল করলে ওসমান একাদশ এগিয়ে যায়। মুহুর্মুহ আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে চলতে থাকে উভয় দলের ফুটবল যুদ্ধ। এভাবে খেলার প্রথমার্ধ শেষ হয় নির্ধারিত সময়ে ১শূণ্য গোলের ব্যাবধানে। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ২ মিনিটের মাথায় ওসমান একাদশের অধিনায়ক জাতীয় দলের খেলোয়াড় জাফর ইকবালের আবারো চোখধাঁধানো শট পটিয়া মোহামেডানের জালে জড়ালে ২ শূণ্য গোলে এগিয়ে যায়। আক্রমণ পাল্টা আক্রমণে দুদলই একাধিক গোলের সুযোগ পেলেও বল প্রতিপক্ষের জালে জড়াতে সক্ষম হয়নি। জাফর ইকবাল দু’টি গোল ও অসাধারণ ফুটবল নৈপুণ্য দেখাতে সক্ষম হওয়ায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোঃ ছফওয়ানুল করিমের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল কবির চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পেকুয়া সদর পূর্ব জোন বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বকর, পেকুয়া সদর পশ্চিম জোন বিএনপির সভাপতি শাহনেওয়াজ আজাদ, রাজাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুজাফর এমএ, বারবাকিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার ইউনুচ, পেকুয়া সদর পশ্চিম জোন বিএনপির সেক্রেটারি আবদুল মোনাফ, রাজাখালী ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আবুল বশর, পেকুয়া সদর পূর্ব জোন বিএনপির সেক্রেটারি মাষ্টার খায়রুল কামাল, পেকুয়া উপজেলা শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হারুনর রশীদ, উপজেলা শ্রমিক দলের সাবেক সিনিয়র সহ সভাপতি ওসমান গনি। প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় আয়োজক কমিটির পক্ষ থেকে।
বারবাকিয়া ওসমান একাদশের খেলোয়াড়রা হলো
জিয়া(গোলকিপার) বাবু,আলিজ, ওসমান টুরে, রানা, শাকিল, জাফর ইকবাল (অধিনায়ক) আনাস, সোলেমান সিল্লা, হাসান, ইফতেখার মান্না, মামুন, বুলেট, শাকিব, তৌহিদ, জাবেদ, ওযাসিপ।
পটিয়া মোহামেডানের পক্ষে মাঠে নামেন,
জাকারিয়া (গোল রক্ষক) মোজাম্মেল, ইমন, মুটু, সোহান, আরিফ(অধিনায়ক) , জিবলু,ফয়সাল, আশিক, চন্দন, বোকোলা, মাহি, সাজ্জাদ।