বুধবার, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

প্রতিটি অন্যায়ের বিচার হবে, কাউকে ছাড় দেওয়া হবে না : কর্নেল অলি

নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়ে নিহত বিএনপি নেতা আবদুর রশিদের মৃত্যুতে শোক জানিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, প্রতিটি অন্যায়ের বিচার হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

রোববার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

অলি আহমদ বলেন, প্রশাসন হলো জনগণের। প্রশাসন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়। প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের ভরণপোষণ ও বেতন-ভাতা জনগণ বহন করে। তাদের টাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পালিত হয়।

তিনি আরও বলেন, একটি বিশেষ গোষ্ঠীর স্বার্থরক্ষায় কাউকে হত্যা করা কতটুকু যুক্তিসম্মত?

আবদুর রশিদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে কর্নেল অলি আহমদ বলেন, বর্তমান সরকার ক্ষমতা চিরস্থায়ী করতেই বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা করেছে। বাংলার মাটিতেই একদিন এসব হত্যার বিচার হবে। যারাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের আইনের মুখোমুখি হতে হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *