কামরুল হাসান, ফটিকছড়ি: ফটিকছড়িতে বিজিবির সহযোগিতায় ৩৫ ঘনফুট অবৈধ কাঠ উদ্ধার করেছে চট্টগ্রাম উত্তর বনবিভাগের হেয়াকো বিট কর্মকর্তারা।
মঙ্গলবার বিকালে উপজেলার দাঁতমারা ইউনিয়নের পশ্চিম শিকদারখিল থেকে এসব কাঠ উদ্ধার করা হয়।
জানা গেছে, গহীন পাহাড়ি এলাকার সরকারি সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে কাঠ সংগ্রহ করে রাতে পাচার করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে রামগড়ের জোনের আওতাধীন হেয়াকো বিজিবি ক্যাম্প থেকে সুবেদারের নেতৃত্বাধীন একটি দল এবং করেরহাট রেঞ্জের আওতাধীন হেয়াকো বনবিট কর্মকর্তা অলিউল ইসলাম সঙ্গীয় ফোর্স গিয়ে অভিযান পরিচালনা করে। এ সময় চোর চক্র কাঠ রেখে পালিয়ে যায়। পরিত্যক্ত অবস্থায় গোলকাঠ ৩৪.৭৫ ঘুনফুট, জ্বালানি কাঠসহ মোট ৩৫.৭৫ ঘনফুট কাঠ উদ্ধার বিট অফিস হেফাজতে নিয়ে আসা হয়।
এই বিষয়ে হেয়াকো বনবিট কর্মকর্তা অলিউল ইসলাম বলেন, বিজিবি কর্তৃক কাঠ আটকের পর তা আমাদের নিকট হস্তান্তর করা হয়েছে। কাঠ উদ্ধারের ঘটনায় বন আইনে মামলা করা হবে।