
ফরিদপুর(পাবনা) প্রতিনিধি : পাবনা ফরিদপুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. খলিলুর রহমান সরকার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তার নিজ গ্রামে গণসংবর্ধনার আয়োজন করা হয়।
শনিবার বিকালে এলাকাবাসি র্যালি ও সন্ধ্যায় মাজারজানি মোড়ে খাগরবাড়ীয়া, মাদারজানি,খলিশাদহ গ্রামের মানুষ নবনির্বাচিত চেয়ারম্যান মো. খলিলুর রহমান সরকারকে গণসংবর্ধনা দেন।
মো. আউয়াল ব্যাপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুংগলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল মান্নান ও বনওয়ারী নগর ইউনিয়নের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান , ছাত্রলীগের সাবেক সভাপতি ও ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মো. আমিনুল ইসলাম মুরাদ।
৮ নং ওয়ার্ডয়ের বর্তমান মেম্বার মো. জাহিদুল ইসলাম ও সাবেক চেম্বার মো. কিরণ হোসেন , ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার জাহাঙ্গীর আলমসহ এলাকার যুব সমাজ, কৃষক, ছাত্র-শিক্ষক, গ্রামের হাজিগণ মিলে আনুষ্ঠানটি আয়োজন করেন ।
খলিলুর রহমান সরকার বলেন , সবার সহয়োগিতায় এলাকায় উন্নয়ন করতে চাই। তার বড় ছেলে মো. হেলালুজ্জামন সরকার অসুস্থতাজনিত কারণে বর্তমান ভারতে আবস্থান করছেন। ছেলের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান ৎ। আনুষ্ঠানটি পরিচালনা করেন মো. হাফিজ সরকার। তিনি ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক।