বৃহস্পতিবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফুলছড়িতে এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে মানবাধিকার দিবস পালিত

_empty

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা): “নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্য ধারণ করে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার ফজলুপুর ইউনিয়নের টেক্কার বাজার সংলগ্ন সোনাভানের বাড়ির উঠানে মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় ও এসকেএস ফাউন্ডেশনের কমিনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া) প্রকল্পের আয়োজনে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রকল্প সমন্বয়কারী লাভলী খাতুন’র পরিচালনায় ও নারীদলের সভাপ্রধান জাহানারা বেগমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মানুষের জন্য ফাউন্ডেশন’র ডেপুটি ম্যানেজার (MEAL) তানজিন কিবরিয়া লাবণ্য, ফুলছড়ি উপজেলা ক্রিয়া প্রকল্প অফিসের অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন অফিসার সাবিনা ইয়াসমিন, ডালিয়া নারী দলের সম্পাদক শোনাভান বেগম সহ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সাংবাদিক, ছাত্র-ছাত্রী, ক্রিয়া প্রকল্পের বিভিন্ন দলের সদস্যসহ প্রকল্পের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, মানবাধিকার পূর্ণ প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্য মূলক সমাজ বির্নিমাণে আমরা প্রতিশ্রুতি বদ্ধ। মানবাধিকার সুরক্ষায় সংশ্লিষ্ট সকলকে কাজ করতে হবে। দরিদ্র জনগোষ্ঠী যাতে এর সুফল পায় সে দিকে দৃষ্টি দিতে হবে। তারা যেন ন্যায় বিচার পায়। সকালের অধিকার সমুন্নত রাখার জন্য সচেষ্ট হতে হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ