শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বগুড়ায় বস্তাবন্দি শিশুর লাশ, পাশে ছিল মুক্তিপণের চিরকুট

মো. ইউসুফ আলী, স্টাফ রিপোর্টার: বগুড়া শহরে নিখোঁজের একদিন পর মাহদী হাসান (৫) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল ৮ টার দিকে সদরের নিশিন্দারা ধমক পাড়া এলাকায় নিহতের পাশের বাড়ি থেকে লাশ পাওয়া যায়।এ ঘটনায় লাশ উদ্ধার হওয়ার বাড়ি থেকে এক নারীকে আটক করেছে পুলিশ।

মাহদী হাসান ওই এলাকার শফিকুলের ছেলে। আটক হওয়া ওই নারীর নাম তাহমিনা (৩১)। তবে তার বিস্তারিত পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহদী বৃহস্পতিবার সকালে বাড়ির সামনে খেলতে দেখে তার পরিবার। সকাল ১১ টার দিকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে তার খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা সদর থানায় সাধারণ ডায়েরি করেন। পরে আজ শুক্রবার সকালে শফিকুলের প্রতিবেশী তাহমিনার বাড়ি থেকে মাহদীর লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় ওই বাড়িতে মুক্তিপন দাবিসহ একটি চিরকুট পাওয়া যায়। এতে পাঁচ লাখ টাকা দাবি করা হয়।

বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দিন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির লাশ ঘটনাস্থলে আছে। আমরা এক নারীকে আটক করেছি। তাকে থানায় নিয়ে এসেছি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ