মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

বড়লেখায় ইউএনও-ওসির সঙ্গে নিসচার মতবিনিময়

হানিফ পারভেজ, বড়লেখা (মৌলভীবাজার): ‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হবে।

এ উপলক্ষে প্রতিবারের মতো এবারও অক্টোবর মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুম নাঈম ও নবাগত ওসি মো. আব্দুল কাইয়ূমের সাথে মতবিনিময় করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।

সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার নবাগত ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি)’র সাথে মতবিনিময়কালে নিসচা নেতৃবৃন্দরা বলেন, জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারও মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছি তাছাড়া আমরা লক্ষ্য করছি শহরের ভিতরে বিচ্ছিন্নভাবে যত্রতত্র স্ট্যান্ড থাকার কারণে সড়কে শৃঙ্খলা ফিরছে না, পৌর শহরে সিএনজি-ইজিবাইকের অনিয়মের দৌরাত্যে, পৌরসভার অভ্যন্তরে চলাচলকারী যানবাহনের নির্ধারিত ভাড়ার তালিকা প্রণয়ন এবং মাসব্যাপী কর্মসূচীর ২১ দফা বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈম বলেন, নিসচার কার্যক্রমে আমি সন্তুষ্টি প্রকাশ করছি। দেশের কল্যাণে জনস্বার্থে নিসচা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। অক্টোবর মাসব্যাপী কর্মসূচীর ২১ দফার প্রতি আমার পূর্ণ সমর্থন আছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

এদিকে থানার নবাগত ওসি মো. আব্দুল কাইয়ূম বলেন, সড়ক দুর্ঘটনারোধে ও শৃঙ্খলা প্রনয়ণে নিসচা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জনস্বার্থে মাসব্যাপী কর্মসূচীর যে ২১ দফা তা অবশ্যই প্রশংসার দাবী রাখে। পুলিশ ও নিসচা বড়লেখা শাখা জনস্বার্থে একসাথে কাজ করবে। আপনারা অতিথের মতো বর্তমানেও পুলিশকে সহযোগিতা করবেন। সড়ক শৃঙ্খলা ও নিয়ম-কানুন সম্পর্কে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে আপনাদের সাথে প্রশাসন সহযোগিতা করবে। এসময় নিসচা নেতৃবৃন্দরা জনস্বার্থে পুলিশকে সবধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।

মাসব্যাপী কর্মসূচী বাস্তবায়নে উদযাপন কমিটির সদস্য সচিব ও নিসচা বড়লেখা শাখার কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য জমির উদ্দিনের পরিচালনায় উপস্থিত ছিলেন সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ, সদস্য অজিত রবিদাস, ছাদিকুর রহমান, আফজাল হোসেন রুমেল প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ