বাগেরহাট প্রতিনিধি: ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’- এই শ্লোগানে বাগেরহাটে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে এ উপলক্ষে বাগেরহাট জেলা জেলা পরিষদ অডিটরিয়ামের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়। সময় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বৃক্ষ মেলার উদ্বোধন করেন বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের পরিচালক ডা: মো. ফকরুল হাসান।
এ সময় বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, সামাজিক বন বিভাগের বিভাগীয় বনকর্মকর্তা জি এম রফিক আহম্মেদ, সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিমসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
র্যালিতে বাগেরহাট শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। বৃক্ষমেলা আগামী ৭ দিন চলবে।