সোমবার, ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বান্দরবানে শেষ হলো উপজেলা ভিত্তিক ভলিবল টুর্নামেন্ট

আরাফাত খাঁন, বান্দরবান: জেলার রোয়াংছড়ি উপজেলা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত উপজেলা ভিত্তিক ভলিবল টুর্নামেন্ট ২০২৫-এর জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার  বান্দরবান রোয়াংছড়ি উপজেলা হাই স্কুল মাঠে বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের আয়জনে ফাইনাল খেলা, পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচে পুরুষ ও মহিলা উভয় বিভাগের খেলা অনুষ্ঠিত হয়। মহিলা দলের ফাইনালে খেলায় বাংলাদেশ পুলিশ মহিলা দল বনাম বান্দরবান টিম ওয়ান। শক্তিশালী পারফরম্যান্সের মাধ্যমে বাংলাদেশ পুলিশ মহিলা দল শিরোপা জয় করে।
পুরুষ দলের ফাইনালে মুখোমুখি হয় আলীকদম উপজেলা বনাম বান্দরবান সদর লাইমি পাড়া। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে আলীকদম উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান, পিএসসি, জোন কমান্ডার, বান্দারবন সেনা জোন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা একটি জাতির উন্নতির অন্যতম মাধ্যম। এটি যুবসমাজকে শৃঙ্খলাবদ্ধ ও সুস্থ জীবনযাপনে উৎসাহিত করে। ক্রীড়া শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের শৃঙ্খলা, ধৈর্য ও পারস্পরিক সৌহার্দ্যের শিক্ষাও দেয়। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কার্যকলাপ থেকে দূরে রাখতে ক্রীড়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বান্দরবানের মতো পাহাড়ি অঞ্চলে ক্রীড়ার বিকাশ ঘটাতে সেনাবাহিনী সর্বদা সহায়ক ভূমিকা পালন করে আসছে এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা ভবিষ্যতের তারকা খেলোয়াড়দের খুঁজে পাব, যারা একদিন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের দেশকে গৌরবান্বিত করবে। আজকের ম্যাচগুলো অত্যন্ত প্রতিযোগিতামূলক ও উত্তেজনাপূর্ণ ছিল। আমি বিজয়ী ও রানার্সআপ দলসহ অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের অভিনন্দন জানাই এবং ভবিষ্যতে আরও ভালো খেলার প্রত্যাশা করি।”। ভবিষ্যতেও এই ধরনের টুর্নামেন্টের আয়োজন অব্যাহত থাকবে। আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়, আয়োজক এবং দর্শকদের আন্তরিক ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রোয়াংছড়ি। মেজর এম এম ইয়াসিন আজিজ, সাব জোন কমান্ডার রোয়াংছড়ি আর্মি ক্যাম্প,জনাব মো.শহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), রোয়াংছড়ি, সভাপতিত্ব করেন জনাব মাজহারুল ইসলাম বাবুল, সভাপতি, বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদ।
এ টুর্নামেন্টটি রিজিয়ন সদর দপ্তর, বান্দরবান এর সহযোগিতায় অনুষ্ঠিত হয় এবং বান্দরবান পার্বত্য জেলা ক্রীড়া সংস্থা ও বান্দরবান জেলা প্রশাসন এর সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত হয়।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *