
বাবুল খাঁন, বান্দরবান: বান্দরবানে পৌর এলাকা সাঙ্গু নদীতে ডুবে মোহাম্মদ মারুফ ইসলাম (১৭) নামে এক কিশোর মৃত্যু।
শুক্রবার সাড়ে ১২টার দিকে মারমা বাজার এলাকা থোয়াইচপ্রু মাস্টার ঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ মারুফ ইসলাম পৌরসভা বালাঘাটা এলাকার মোহাম্মদ দিদার ইসলাম এর ছেলে।
স্থানীয়রা জানান, নিখোঁজ মারুফ ও তার বন্ধু বিজয় মল্লিক সাঙ্গু নদীতে গোসল করতে যায়। খেলার ছলে দুই বন্ধু নদীতে নেমে এপার থেকে ওপারে যাওয়ার চেস্টার সময় নদীতে প্রবল স্রোতে মধ্যে বিজয় মল্লিক কোনো রকম সাঁতরে তীরে পৌঁছালে পারলেও পানির স্রোতে ভেসে নিখোঁজ হয় মারুফ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল বিকালে তার লাশ উদ্ধার করে।
বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, সংবাদ পাওয়া মাত্র আমাদের টিম কাজ শুরু করে,পরে লাশ উদ্ধার করা হয়।