মঙ্গলবার, ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

‘বিএনপির রাজনীতিতে এখন ইউরোপের মতো প্রচণ্ড খরা চলছে’

‘বিএনপি আন্দোলন-নির্বাচনে ব্যর্থতার পর প্রতিপক্ষ হিসেবে পুলিশকে দাঁড় করিয়েছে’

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‌‘বিএনপি আন্দোলন এবং নির্বাচনে ধারাবাহিক ব্যর্থতার পর এখন প্রতিপক্ষ হিসেবে পুলিশকে দাঁড় করিয়েছে।’

তিনি বলেন, ‘বিএনপির বিক্ষোভ কর্মসূচি মানেই পুলিশের ওপর হামলা।’ আজ বৃহস্পতিবার নিজ বাসভবনে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। ‘বিএনপি মহাসচিব আবারও আন্দোলন আন্দোলন খেলা শুরু করেছে’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলন, সমাবেশ, মিছিল, মানববন্ধন মানেইতো সহিংসতা আর সন্ত্রাস এবং জনগণের সম্পদ নষ্ট ও নিজেদের মধ্যে মারামারি করা।’

তিনি বলেন, ‘বিএনপি যদি জনস্বার্থে আন্দোলন করে, তাদের কর্মসূচি যদি শান্তিপূর্ণ হয় তাহলে সরকার বাধা না দিয়ে বরং সহযোগিতা করবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি মহাসচিবের কাছে আবারও প্রশ্ন রেখে বলেন, ‘রাজনৈতিক কারণে কাকে, কোথায় গ্রেফতার, হয়রানি করা হয়েছে তা বলুন?’

তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, ‘তাই বলে কি অপরাধীদের ধরা হবে না?’

‘অপরাধী, সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না’, এমনটা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সরকার বিভিন্ন অপরাধে নিজেদের দলের লোকদেরও ছাড় দিচ্ছে না, আর বিএনপি সমর্থিত কোনো অপরাধী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী গ্রেফতার হলে অভিযোগ কেন?’

‘দেশে অসংখ্য নজির আছে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতারের’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা সরকার অপরাধীকে অপরাধী হিসেবেই দেখে, রাজনৈতিকভাবে কোথাও কাউকে হয়রানি করা হচ্ছে না।’

তিনি বলেন, ‘অপরাধী মানেই দুর্বৃত্ত, দুর্বৃত্ত যে দলেরই হোক শাস্তির আওতায় আনতেই হবে।’

‘এবার নাকি আন্দোলনের সুনামি হবে’, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন,‘মির্জা ফখরুল সাহেব যা বলেন তা কি বিশ্বাস করেন?’

তিনি আরও বলেন, ‘সুনামি তো দূরের কথা, বিএনপির আন্দোলনের মরা গাঙে জোয়ারই তো আসে না!’

‘বিএনপির রাজনীতিতে এখন ইউরোপের মতো প্রচণ্ড খরা চলছে’ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘ঢেউ তারা টেমস নদীর পাড় থেকে গুলশান অফিসে তুলতে পারেন কিন্তু পদ্মা-মেঘনা-যমুনার পলি বিধৌত বাংলায় নয়।’

‘বিএনপির আন্দোলনের হাঁক-ডাক সোশ্যাল মিডিয়া আর গণমাধ্যমে যতটা গর্জে, বাস্তবে রাজপথে ততটা বর্ষে না’, উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ