খাঁন মো. আ. মজিদ
তোমরা এত ফুল আর দিও না
ভাই যে আমার
কসুম কলি ভালবাসে না
ভালবাসত দেশ ও মাটি
পদ্মা মেঘনা যমুনা (২)
মাতৃভূমি মায়ের মত
জানত আমার ভাই
সেই মায়েরই মান বাঁচাতে
দিল জীবন টায়
তোমরা তারে শহীদ বলো
আমি ভুলতে পারি না (২)
বিজয় দিবস এলে কাঁদে
মোর দুঃখিনী মা
ভায়ের রক্তে সূর্য আঁকা
সবুজ পতাকা
সেই পতাকা উঁচিয়ে রেখো
ভায়ের স্বপ্ন সাধনা (২)