বৃহস্পতিবার, ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বিজয়নগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

কাজী আল আমিন, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ইউপি চেয়ারম্যান দানা মিয়ার (৫৫) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার ইসলামপুর ইউনিয়নের ৩ জন মহিলা সদস্য দানা মিয়ার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসের বরাবর লিখিত অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগে উল্লেখ করেন, গত ৩ বছর যাবত পরিষদের সদস্যদের বেতন-ভাতা আটকে রেখেছেন অভিযুক্ত চেয়ারম্যান। গত ২মাস যাবত তার কাছে এসব হিসাব চাইলে বিভিন্ন তালবাহানায় এড়িয়ে যান। আওয়ামী শাসনামলে দলীয় প্রভাব খাটিয়ে লাখ লাখ টাকার ভুয়া নথিপত্র ও জালিয়াতি করে প্রজেক্ট দেখিয়ে বিভিন্নভাবে অর্থ আত্মসাৎ করেন। ২০২২-২৩ অর্থবছরের ট্যাক্সের টাকা আত্মসাৎসহ ১℅ হারে ৮ লাখ টাকার ভুয়া প্রজেক্ট দেখিয়ে তিনি নিজে আত্মসাৎ করেছেন। এমনকি চর ইসলামপুর উচ্চ বিদ্যালয়ে বরাদ্দকৃত ১ লাখ ৯০ হাজার টাকার প্রজেক্ট স্কুলের সভাপতিকে না জানিয়ে উত্তোলন করে নিজে আত্মসাৎ করেছেন। মাটি ভরাটের নামে ২ টন গমের টাকাও চেয়ারম্যান আত্মসাৎ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে জানতে চেয়ারম্যান দানা মিয়াকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *