বৃহস্পতিবার, ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ডা: এজেডএম জাহিদ হোসেন

‘বিভাজনের রাজনীতি করলে পলায়নকৃত স্বৈরাচার পুনর্বাসিত হবে’

কৌশিক চৌধুরী, হিলি: বিভাজনের রাজনীতি করলে পলায়নকৃত স্বৈরাচার তাদের কাছে থাকা লুন্ঠনকৃত অর্থ ও অস্ত্র দিয়ে আপনার আমার মাঝে বিভেদ সৃষ্টি করবে। এই বিভাজনের ভিতর দিয়ে তারা আবার পুনর্বাসিত হওয়ার চেষ্টা করবে। পলায়নকৃত স্বৈরাচারের সাথে যারাই জড়িত আছে তাদের কাউকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা: এজেডএম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার দুপুরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলকে নির্বাচনমুখী ও সার্বিক প্রস্তুতি গ্রহণ করার লক্ষ্যে দিনাজপুরের হিলিতে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মহিলা কলেজের হলরুমে কর্মীসভায় তিনি এসব কথা বলেন।

তিনি একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে বলেন,আমরা মনে করি এই দেশটা সবার। আমরা শ্রদ্ধা জানায় আবু সাইদ, মুগ্ধদের কিন্তু আমরা ৩০ লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীনতাকে অবজ্ঞা করতে পারবো না। অতএব মনে রাখতে হবে যার যা অবদান আছে সেটা স্বীকার করতে হবে। কোনো অবস্থাতেই গায়ের জোরে গণতন্ত্র চলে না, জনআকাঙ্খা হচ্ছে সংবিধান। সংবিধান ছিঁড়ে ফেলার আপনি কে? সংবিধান পরিবর্তনের মালিক জনগণ, তাদের প্রতিনিধিরা জাতীয় সংসদে সিদ্ধান্ত নিবে কি কি পরিবর্তন হবে।

এর আগে তিনি কর্মীসভা স্থলে আসলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা আকরাম হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ অনেকে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *