বুধবার, ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরামপুর সেটেলমেন্ট অফিসে দুদকের অভিযান, ঘুষ লেনদেনের প্রমাণ

খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর উপজেলার সেটেলমেন্ট অফিসে বিভিন্ন বিষয়ে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর দুদক এ অভিযান চালায়। এতে দালাল-কর্মকর্তাদের যোগসাজশে ঘুষ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

দিনাজপুর দুদকের সহকারী পরিচালক খায়রুল বাশারের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদ ও আবু তালেব।

অভিযানে দুদক দেখতে পায়, দালালরা সেটেলমেন্ট অফিসের কর্মচারী পরিচয়ে লোকজনের কাছ থেকে অর্থ নিয়ে কার্যক্রম সম্পন্ন করছে।

অভিযোগের সত্যতা পেয়ে দুদক জানায়, রেকর্ড সরবরাহের নামে প্রতি সেবা গ্রহণকারীর কাছ থেকে ৩০০ টাকা নেওয়া হয়। ওই অর্থের একটি অংশ সাবেক ড্রাফটসম্যান সাইদুলের কাছে পৌঁছায় বলেও দুদককে জানানো হয়।

এছাড়া সরকারি ১৮ একর জমি ব্যক্তিমালিকানায় রেকর্ড করে দেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে দুদক কয়েকটি দাগে অনিয়মের প্রমাণ পায়।

বিষয়টি ‘বড় ধরনের গরমিল’ বলে উল্লেখ করে দুদক জানায়, সবকিছু যাচাই–বাছাই শেষে কমিশনের কাছে প্রতিবেদন উপস্থাপন করা হবে। প্রতিবেদনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ