বুধবার, ১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরামপুরে ট্রাক আটকানোর চেষ্টা করায় চাপা দিয়ে হত্যা

খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের টাটকপুর পুলিশ বক্স (ঢেপি) এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ছবেদ আলী (৪৫)। তিনি টাটকপুর মহল্লার মৃত সমশের আলীর ছেলে এবং বিরামপুরে স্থানীয় একটি খাবার হোটেলে শ্রমিক হিসেবে কাজ করতেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, স্থানীয়দের বরাত দিয়ে বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, রাত সোয়া ১১টার দিকে বিরামপুর পৌরশহরের কলাবাগান এলাকায় এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ছবেদ আলী তখন ট্রাকটি আটকানোর জন্য কেবিনে ওঠেন। কিছু দূর যাওয়ার পর চালক তাকে ট্রাক থেকে নামিয়ে দিয়ে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ছবেদ আলী মারা যান।

ওসি মমতাজুল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং ট্রাকটি আটকানোর জন্য অভিযান অব্যাহত রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ আসলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ