
নিজস্ব প্রতিবেদক: বিশ্ব অহিংস দিবস উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউটে আলোচনা সভা আয়োজন করেছে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি।
শনিবার (১ অক্টোবর) সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউটে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. কামরুল আহসান খাঁন। বিশেষ অতিথি হিসেবে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সভাপতি মুফতী মাসুম বিল্লাহ নাফিয়ী ও নাগরিক কমিটির মহাসচিব প্রফেসর ফজলে এলাহী প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাগরিক কমিটির সভাপতি সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক।