
খাঁন মোঃ আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুর-২ আসন (বিরল–বোচাগঞ্জ) নির্বাচনী আসনের জাহাজ মার্কা প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ড. জীবন চৌধুরী বোচাগঞ্জে ব্যাপক গণসংযোগ করেছেন।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সোমবার তিনি সেতাবগঞ্জ বাজারে ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগকালে ড. জীবন চৌধুরী বলেন, “আপনারা সবাই তো একবার করে দেখেছেন। এবার আমাকে দেখেন—আগামী পাঁচ বছরে আপনাদের জীবনমান পরিবর্তন করে দেব।”
তিনি এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের মানোন্নয়নের প্রতিশ্রুতি দেন।
এ সময় বাজারের ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনেকেই ড. জীবন চৌধুরীর সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তার প্রার্থিতার প্রতি সমর্থন জানান।
উল্লেখ্য, বিশিষ্ট সমাজসেবী ও দানশীল ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ড. জীবন চৌধুরী দীর্ঘদিন ধরে এলাকার মানুষের কল্যাণে কাজ করে আসছেন।
গণসংযোগ শেষে তিনি ভোটারদের কাছে জাহাজ মার্কায় ভোট চেয়ে দোয়া ও সমর্থন কামনা করেন।











