
খান মো. আ. মজিদ, দিনাজপুর : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা তীব্র লোডশেডিংয়ের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। স্থানীয় বিদ্যুৎ অফিসে বার বার ফোন দিলেও কোনো প্রতিকার মিলছে না বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন।
গ্রাহকদের অভিযোগ, বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ফোন দিলে তারা দিনাজপুর দশ মাইল কেন্দ্রীয় বিদ্যুৎ অফিসের দোহাই দিয়ে থাকে। দিনে রাত ২৪ ঘন্টা বিদ্যুৎ না থাকার কারণে কলকারখানা, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হচ্ছে। বাসা-বাড়ির ফ্রিজের খাবার নষ্ট হচ্ছে। রান্না করাতেও খুবই ঝামেলা হচ্ছে। বিভিন্ন হোটেল থেকে খাবার কিনে খেতে হচ্ছে।
জনসাধারণের প্রশ্ন, পবিত্র জামে মসজিদে যখন আল্লাহু আকবার বলে ওই সময় বিদ্যুৎ কেন থাকে না? মাঝরাতে কোনো কারণ ছাড়া বিদ্যুৎ চলে যায়। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় জনসাধারণের জীবন কষ্টকর হয়ে পড়ছে। বোচাগঞ্জ উপজেলার সর্বস্তরে কেন এই বিদ্যুৎ ঘাটতি দেখা যাচ্ছে। এ প্রশ্ন বিদ্যুৎ গ্রাহক সাধারণ মানুষের।
সাধারণ জনগণের দাবি, বিদ্যুৎ সমস্যা খতিয়ে দেখার জন্য দিনাজপুর জেলা কেন্দ্রীয় বিদ্যুৎ অফিস কর্মকর্তা, জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।