মঙ্গলবার, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ব্যবসায়ীর ছিনতাইয়ের অভিযোগ, পুলিশ বলছে মারামারি

শাহ্ সোহানুর রহমান, রাজশাহী : রাজশাহীতে ছুরিকাঘাত করে ব্যাবসায়ীর কাছ থেকে দুই লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। রোববার সকালে রাজশাহীর শাহামাখদুম থানাধীন সিটির হাটে যাওয়ার সময় ১৫-১৬ জন রাস্তায় পথরোধ করে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ ব্যাবসায়ীরা। এ সময় গাড়ি থেকে ব্যবসায়ীরা কেউ না নামলে জারমান (৩১) নামের এক ব্যাবসায়ীকে গাড়ি থেকে নামিয়ে ছুরিকাঘাত করে দুই লক্ষাধিক টাকা নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলেও অভিযোগ করেন তারা। তবে পুলিশ বলছে ভিন্ন কথা। ছিনতাই বা ছুরিকাঘাতের কোনো ঘটনা সেখানে ঘটেনি বলে তারা দাবি করেন। টাকার লেনদেন নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ৷

জারমান রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর থানাধীন (আরএমপি) কামার ধাদাশ গ্রামের আফছার আলীর ছেলে৷  আহত অবস্থায় জারমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান মমিন নামে তার সঙ্গে থাকা আরেক ব্যবসায়ী৷

মমিন বলেন, আমরা নিয়মিত সিটির হাটে গরু কেনা-বেচা করি৷ রোববারও ব্যবসার উদ্দেশ্যে হাটে যাচ্ছিলাম। হাটের কিছুটা দূরেই ১৬ জনের মতো একটি দল এসে পথ আটকায়। তারা আমাদের গাড়ি থেকে নামতে বলে৷ আমরা গাড়ি থেকে নামতে অস্বীকৃতি জানালে জারমানকে জোর করে গাড়ি থেকে নামিয়ে এলোপাতাড়ি চাকু দিয়ে আঘাত করে। জারমানের কাছে থাকা ২ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়৷ পরে ৯৯৯ এ কল দিয়ে পুলিশ নিয়ে আসি৷ পুলিশ ঘটনা লিখে নিয়ে গেছে৷ আমরা জারমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাচ্ছি চিকিৎসার জন্য৷

শাহমাখদুম থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন বলেন,পুলিশ ঘটনাস্থল থেকে আসলো। ছুরিকাঘাতের কোনো ঘটনা ঘটেনি৷ তবে মারধরের বিষয়টা সত্য৷ ঘটনাস্থলে থাকা লোকজনও জানিয়েছে৷ মারধর করা দেখে তারা দৌড়ে আসে৷

ওসি জানান, ছিনতায়ের কোনো ঘটনা ঘটেনি৷ তাদের মধ্যে টাকার লেনদেন নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে৷ তবে বিদ্যুৎ না থাকায় আমরা সিসিটিভি ফুটেজ এখনো পাইনি৷ অপেক্ষা করছি। ফুটেজ দেখলে ঘটনার সত্যতা জানা যাবে৷

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ