বৃহস্পতিবার, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ব্রাহ্মণবাড়িয়া অজ্ঞান পার্টি হতে বিভাটেক উদ্ধার আটক ৩

লিটন হোসাইন জিহাদ,স্টাফ রির্পোটার:

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ কর্তৃক অজ্ঞান পার্টি হইতে চোরাইকৃত ০১টি বিভাটেক ০৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুত্রে জানা যায়,গত ১৫ ই জুলাই শনিবার দুপুর সারে বারটার দিকে সুহিলপুর (উত্তরপাড়া)র মো: আলী আজম এর ছেলে শাহপরান (১২) অটোরিক্সা নিয়ে ভাড়া মারার জন্য নিজ বাড়ি হতে বের হয়।

আটক কৃত আসামী গন কালিকচ্ছ গ্রামের কাশেম মিয়ার ছেলে ইমন মিয়া,আ:হালিমের ছেলে জাকির খান, ও চান বাদশার ছেলে মো: হোসেন যাত্রী ভেসে সুহিলপুর বাজার যাওয়ার জন্য উঠে, এবং অটোরিক্সায় যাত্রীবেশে থাকা উপরে উল্লেখিত আসামীগণ পানির বোতলে নেশা জাতীয় দ্রব্য মিশাইয়া মো: আলী আজম এর ছেলে শাহপরানকে পরান এবং কিছুক্ষন পর সে অজ্ঞান হয়ে যায়। অটোরিক্সার চালকে রাস্তায় ফেলে আসামীগন অটো রিকসা নিয়ে যাওয়ার সময় অন্য এক বিভাটেক অটোরিকসা চালক তা দেখে লোকজনদের সহায়তায় বিভাটেক আটক করে। অটো চালক শাহপারান বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি আছে।

পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশকে খবর দিলে দ্রুত  ঘটনাস্থলে গিয়ে উপরে উল্লেখিত আসামীদেরকে বাদীর ও জনগনের সহায়তায় বিভাটেক অটোরিক্স সহ বর্ণিত আসামীগণদের আটক করে। উক্ত ঘটনার বিষয়ে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ