সোমবার, ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনে দলীয় মনোনয়নপত্র জমা দিলেন সাবেক এমপি ফয়জুর রহমান বাদল

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বৃহস্পতিবার আওয়ামীলীগের প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য ও নবীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়জুর রহমান বাদল মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তবে একই আসনে স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) হিসেবে ঢাকা দক্ষিণ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাঈদ ও কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য ব্যারিষ্টার নজরুল ইসলাম নবী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তবে দুপুর সাড়ে এগারটার দিকে আওয়ামীলীগের প্রার্থী ফয়জুর রহমান বাদল ও বিদ্রোহী প্রার্থী মমিনুল হক সাঈদকে একই সঙ্গে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঢুকে মনোনয়নপত্র জমা দিতে দেখা গেছে।

এদিকে আওয়ামীলীগের একজন ও দুইজন বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ছাড়া অন্য ৭ জনসহ মোট ১০ জন প্রার্থী এ পর্যন্ত মনোনয়ন পত্র জমা করেছেন বলে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়। এরমধ্যে তিনজন জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এবং বাকী ৭জন সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে (নবীনগর) মনোনয়ন পত্র জমা দেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার তানভীর ফরহাদ শামীম।
সূত্র জানায়, মনোনয়ন পত্র জমা দেওয়া অন্য ৮ প্রার্থীরা হলেন, মোবারক হোসেন দুলু (জাতীয় পার্টি), এডভোকেট মোহাম্মদ আক্তার হোসেন সাঈদ (জাসদ), মেহেদী হাসান (ইসলামী ঐক্যজোট) মো. জামাল সরকার (বাংলাদেশ সুপ্রিম পার্টি), মো. মোস্তাক (স্বতন্ত্র), মো.জামসেদ মিয়া (জাকের পার্টি) ও সৈয়দ জাফরুল কুদ্দুস বাংলাদেশ তরিকত ফেডারেশন।
উৎসবমুখর শান্তিপূর্ণ পরিবেশে এসব মনোনয়নপত্র প্রার্থীদের জমা দিতে দেখা যায়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *