
সালমান হোসাইন, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নয়নপুরে আদালতে মামলা চলমান থাকার পরেও জোরপূর্বক জায়গা সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে বাবু মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
স্থানীয়রা জানান, নয়নপুরের এই জায়গাটি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। একপর্যায়ে জায়গাটি বাবু মিয়া নামে একজন কিনে তার নিজ নামে খারিজ করেন।
ভুক্তভোগী হাজির মিয়া, ইব্রাহিম, নয়ন মিয়া, আলমগীর, নুরজাহান ও জোহেরা বেগম জানান, এই জায়গা জমি আমাদের বাপ-দাদার সম্পত্তি। তারা কার কাছ থেকে কিনে জায়গা জমি খারিজ করে নিয়েছে আমরা জানি না। এই জায়গা জমি নিয়ে আমরা আদালতে মামলা করেছি এবং চলমান আছে। ১২ সেপ্টেম্বর সকালে তারা জোরপূর্বক জমিটি দখল করতে আসলে আমরা বাধা দেই।
তারা আরো জানান, আমরা অসহায় গরিব মানুষ। কিছু হলেই তারা আমাদের উপর হামলা করে বাড়ি-ঘর ভাঙচুর করে। আমরা সঠিক তদন্ত করে সত্যি ঘটনা উদঘাটন করে বের করার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করি।
এ বিষয়ে বাবু মিয়া জানান, আমি জায়গাটি কিনে মালিক হয়েছি। আমার নিজ নামে খারিজ এবং খাজনাও দিচ্ছি। আমাদের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমরা তাদের বাড়ি-ঘরে হামলা ও ভাঙচুর করিনি। তারা আমাদের নামে মিথ্যা অভিযোগ দিতেছে।